শিরোনাম :
কলেজ শাখার অনুমতি পেল নাগরীর সেন্ট নিকোলাস স্কুল
লরেন্স রানা || গাজীপুর
২০২০ শিক্ষাবর্ষ থেকেই ছাত্র ভর্তি করে কলেজ শাখার কার্যক্রম শুরু করতে যাচ্ছে গাজীপুরের কালীগঞ্জের নাগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ। হলিক্রস ব্রাদারদের দ্বারা পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব জনাব আনোয়ারুল হক এর স্বাক্ষরিত ১৫ জুন অনুমোতী পত্র কলেজ কতৃপক্ষ হাতে পেয়েছে।
কলেজ শাখার অনুমোদনের পর সংশ্লিষ্ট স্কুল এন্ড কলেজের সবার মাঝে বিরাজ করছে আনন্দ। স্থানীয় মানুষের মাঝে এ আনন্দ ছড়িয়ে পড়েছে।
সেন্ট নিকোলাস স্কল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ লুইস রোজারিও সিএসসি এর সাথে কথা বলে জানা গেছে, চলতি ২০২০ শিক্ষা বর্ষ থেকে কলেজ শাখার কার্যক্রম শুরু করতে কলেজ কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। করোনা মহামারির পর সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগ দিয়ে কলেজ শাখার পাঠদান শুরু হবে। পরে তা বিজ্ঞান বিভাগেও উন্নিত করা হবে। শুরুতে দুই বিভাগে দেড়শো করে মোট তিনশ আসন রাখা হয়েছে। পরে তা এক হাজারে উন্নিত করা হবে। অবকাঠামোগত নির্মাণকাজের চূড়ান্ত শেষ কাজ চলছে কলেজ বিল্ডিংয়ে।
নিজের অনুভূতির কথা বলতে গিয়ে, প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ লুইস রোজারিও সিএসসি বলেন, “আমি আনন্দিত। ঐতিহ্যবাহী সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় এই বছর তার শতবর্ষ জুবিলী পালন করলো, আবার এই বছর কলেজ শাখার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটা আমাদের সকলের জন্য বড়ই আনন্দের- গৌরবের । শিক্ষক, ছাত্র, ব্যবস্থাপনা কমিটি, হলিক্রশ ব্রাদার, মহামান্য কার্ডিনালসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই ধন্যবাদ। এটি আমাদের সকলের জন্য গৌরবের যে, হলিক্রশ সম্প্রদায় দেশের শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখে চলছে, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ তার মধ্যে আরো একটি নতুন সংযোজন। এ মহতী উদ্যোগে আমি সকলশ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করি।”
উল্লেখ্য, ১৯২০ সালে নাগরীতে প্রতিষ্ঠিত সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়টি শুরু থেকেই হলিক্রশ ব্রাদার সম্প্রদায় পরিচালনা করে আসছে। সুপ্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানে বহু গুণীব্যাক্তি লেখা পড়া করেছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।