ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক করোনাভাইরাস মহামারি রোধে পোপের দপ্তর থেকে ৩৫টি ভেন্টিলেটর প্রদান

করোনাভাইরাস মহামারি রোধে পোপের দপ্তর থেকে ৩৫টি ভেন্টিলেটর প্রদান

0
1382

ডেস্ক নিউজ:

সারা বিশ্বের মানুষ করোনাভাইরাস মহামারিতে জর্জরিত। নিজস্ব দাতব্য সংস্থা থেকে পুণ্য পিতা পোপ মহোদয় ৩৫টি ভেন্টিলেটর বিভিন্ন দেশে প্রদান করেছেন। পোপের দাতব্য সংস্থা থেকে ২৬ জুন এই সংক্রান্ত একটি বিবৃতি প্রদান করা হয়।

এতে উল্লেখ করা হয়, করোনার মহামারিতে পোপ ফ্রান্সিস সেবা কাজের অংশ হিসেবে ভেন্টিলেটরগুলো বিভিন্ন দেশের জন্য প্রদান করেছেন। উল্লেখ্য, সেগুলো স্থানীয় নুন্সিওর মাধ্যমে প্রদান করা হয়।

ভেন্টিলেটর প্রদান করা হয় হাইতি, ভলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুইডর, হুন্ডুরাইস, মেক্সিকো, ভেনিজুয়েলা, কেমেরুন, বাংলাদেশ, ইক্রেন ও জিম্বাবুয়ে।

প্রসঙ্গত, বাংলাদেশের জন্য দুইটি ভেন্টিলেটর বরাদ্দ রয়েছে। (ভাটিকান নিউজ)

ভেন্টিলেটর যন্ত্র