শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ক্লাশ পার্টি
ডিসিনিউজ ॥ ঢাকা
প্রতি বছরের মতো এ বছরও শিক্ষা বর্ষের শেষে ঢাকা ক্রেডিট পরিচালিত ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার ক্লাশ পার্টিও আয়োজন করেছে।
১৬ জুলাই অনুষ্ঠিত করোনারভাইরাসের মহামারির কারণে বিগত বছরের চেয়ে এ বছর ক্লাশ পার্টি উদযাপন হয় একটু ভিন্ন আঙ্গিকে। এ বছর ক্লাশ পার্টি উদযাপন করা হয়েছে প্রযুক্তির সহায়তায় জুমের মাধ্যমে। ক্লাশ পার্টিতে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের চিফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন, ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের অধ্যক্ষ ডালিয়া রড্রিগ্স, শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে চিফ অফিসার সুইটি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও ছোট ছোট শিক্ষার্থীদের ভালোবাসা জানান। এরপর অধ্যক্ষ ডালিয়া রড্রিগ্স সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শুরু করেন। ছাত্রী-ছাত্রীরা ছড়া, গান, গল্প বলা ইত্যাদি পরিবেশন করে। তাঁরা বন্ধুদের জন্য কার্ড তৈরি করে ও তাঁদের বন্ধুদের উদ্দেশে সেই কার্ড ও ফুল উৎসর্গ করে। তারা তাদের বন্ধুদের জন্য খাবারেরও আয়োজন করে। যদিও তাঁরা বুঝতে পারে তা তাঁরা বন্ধুদের সাথে এক সাথে ভাগ করে খেতে পারবে না। তবুও বন্ধুদের প্রতি ভালোবাসা দেখানোর এই প্রচেষ্টাই ভবিষ্যতে তাঁদের একজন সহানুভূতিশীল মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করবে।
আর এভাবেই হাসি আনন্দের ও সহভাগিতার মনোভাবের মধ্যে দিয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ডিসি চাইল কেয়ার পরিবার একটি সুন্দর ও ফলপ্রসূ ক্লাশ পার্টি উদযাপন করে।