শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মী কেনেথ গমেজের স্ত্রী শ্যামলী আর নেই
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের কর্মী কেনেথ পল গমেজের স্ত্রী শ্যামলী প্যাট্রিসিয়া গমেজ পরম পিতার কোলে আশ্রয় নিয়েছেন।
৭ সেপ্টেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টায় পশ্চিম তেরতুরীবাজারের নিজ বাসায় তিনি প্রাণ ত্যাগকরেন। তিনি দীর্ঘ দিন কিডনী রোগে ভুগছিলেন।
৮ সেপ্টম্বর তেজগাঁও গির্জায় সকাল ১১টায় শ্যামলী গমেজের অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন সিলেটের বিশপ বিজয় এনডি’ক্রুশ ওএমআই। সহযোগিতা করেন তেজগাঁওয়ের সহকারী ফাদার কল্লোল রোজারিও। পবিত্র খ্রিষ্টযাগে শ্যামলী প্যাট্রিসিয়া গমেজের আত্মার চিরশান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
শ্যামলীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
খ্রিষ্টযাগের পর শ্যামলীর কবরে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও শ্যামলী প্যাট্রিসিয়া গমেজের শ^শুর হিউবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর মনিকা গমেজ, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, সিও জোনাস গমেজসহ ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দরা।
শ্যামলী প্যাট্রিসিয়া গমেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ায় পরিবারের পক্ষে ধন্যবাদ দেন গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান টমাস রোজারিও।
মৃত্যুকালে শ্যামলী প্যাট্রিসিয়া গমেজ রেখে গেছেন স্বামী কেনেথ পল গমেজ, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাংখী।