ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized করোনায় আক্রান্ত ফিলিপাইনের কার্ডিনাল তাগলে

করোনায় আক্রান্ত ফিলিপাইনের কার্ডিনাল তাগলে

0
415

|| নিউজ ডেক্স ||
করোনায় আক্রান্ত হয়েছেন এশিয়ার প্রভাবশালী ক্যাথলিক ধর্মগুরু কার্ডিনাল আন্তনীয় তাগলে।
ফিলিপিনো এই ধর্মযাজক বিশ্বাস বিস্তার সংস্থার (পোন্টিফিক্যাল মিশন সোসাইটি, পিএমএস) প্রিফেক্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১১ সেপ্টেম্বর তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ভাটিকান।
জানা গেছে, তিনি এখন ফিলিপাইনে অবস্থান করছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা সকলে হোম কোয়ারাইন্টাইনে আছেন। খ্রিষ্টভক্তরা তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।