ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নারায়ণগঞ্জে খ্রীষ্টান এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জে খ্রীষ্টান এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

0
391

ডিসিনিউজ ॥ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের মাসদাইর খ্রিষ্টান কবরস্থান প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট পিন্টু পিউরীফিকেশন এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে খ্রীষ্টান এসোসিয়েশন কমপক্ষে দশ হাজার বৃক্ষরোপণ করবে। দেশের বাহিরে এসোসিয়েশনের শাখা-সংগঠনগুলোও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বৃক্ষরোপণ অভিযান সফল করে চলেছে। এ ছাড়াও এসোসিয়েশনের পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজন করা হবে রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, সেক্রেটারি সৌরভ দেউরী, লক্ষ্মীবাজার থানা শাখার সেক্রেটারি ভিক্টর রে।