শিরোনাম :
পরলোকে ম্যাথিউ গাব্রিয়েল গোমেজ
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য ম্যাথিউ গাব্রিয়েল গোমেজ (মন্টু) আর নেই।
১৩ সেপ্টেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে আমেরিকায় নর্থ ক্যারোলিনা বেলী গোমেজের বাড়ি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর।
পেশাজীবনে তিনি ছিলেন ইউনিসেফের প্রাক্তন পরিচালক। তাঁর মেয়ে চম্পা গোমেজ ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর।
তার অন্ত্যেষ্টিক্রিয়া আমেরিকার উত্তর ক্যারোলিনায় সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।