শিরোনাম :
জাভেরিয়ান মিশনারি ফাদার ক্লদিয় আর নেই
পঁচিশ বছর বাংলাদেশে সেবা দেওয়া জাভেরিয়ান মিশনারি ফাদার ক্লদিয় মাজিসান অসুস্থাবস্থায় ইতালিতে ১৪ সেপ্টেম্বর মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর।
জানা গেছে, ফাদার ক্লদিয় দীর্ঘদিন বাংলাদেশের দক্ষীণাঞ্চলের বিভিন্ন ক্যাথলিক ধর্মপল্লীগুলোতে সেবা দিয়েছেন। তিনি যাদু দেখাতে পারতেন। যাদু দিয়ে যুবা, কিশোর, শিশুসহ সকলকে মুগ্ধ করতেন।
তিনি ধর্মপল্লীতে সেবা দেওয়ার পাশাপাশি আন্তঃধর্মীয় সংলাপ নিয়েও কাজ করতেন। অন্য ধর্মাবলম্বীদের সাথে তাঁর ছিলো খুব ভালো সম্পর্ক ।
তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করতে দেখা গেছে।