শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রাক্তন উপদেষ্টা ফেলিক্স রোজারিও আর নেই
ডিসিনিউজ ॥ ঢাকা
লক্ষ্মীবাজার নিবাসী ফেলিক্স রোজারিও আর নেই।
১৭ সেপ্টেম্বর সকালে তিনি তাঁর গ্রামের বাড়ি খুলনার সেলাবুনিয়ায় অসুস্থ হলে তাঁকে মংলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।
তাঁর মেয়ে ফ্রান্সিসকা সিমিকা রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘আমার বাবা হৃদরোগে ভোগছিলেন। করোনাভাইরাসের কারণে লকডাইন শুরু হলে বাবা সেলাবুনিয়াতে অবস্থান করছিলেন। আজ (১৭/০৯/২০২০) সকালে অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।’
পেশায় ব্যবসায়ী ফেলিক্স রোজারিও ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন উপদেষ্টা। তাঁর মৃত্যুতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন ।
মৃত্যকালে ফেলিক্স রোজারিও রেখে গেছেন স্ত্রী রোজলতা রোজারিও, দুই ছেলে চয়ন চার্লস রোজারিও, রিচার্ড রয়ন রোজারিও, মেয়ে ফ্রান্সিসকা সিমিকা রোজারিও, দুই নাতি, চার নাতনি ও অসংখ্যা আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী।