ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ লক্ষ্মীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লক্ষ্মীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

0
358

আজ সকাল ১১:৩০ ঘটিকার সময় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়শেন কেন্দ্রীয় কমিটি ও লক্ষ্মীবাজার খ্রীষ্টান এসোসিয়েশন শাখার নেতৃবৃন্দ মুজিব শতবর্ষ উদযাপন, পূন্য পিতা পোপ মহোদয় ও মহামান্য কার্ডিনাল মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে লক্ষীবাজার কাথলিক চার্চ ও ঐতিহাসিক আরমানিয়ান চার্চ প্রঙ্গনে ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

এসময় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোরাইয়া, লক্ষীবাজার কাথলিক চার্চের পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার জেমস শ্যামল গমেজ, লক্ষীবাজার বিসিএ-এর প্রেসিডেন্ট রঞ্জন এডুয়ার্ড রোজারিও, সাধারণ সম্পাদক ভিক্টর রে, আইন বিষয়ক সম্পাদক এড. রেবেকা পলিনা গমেজ, কোষাধ্যক্ষ বিকাশ পলিনুস কোড়াইয়া, সাংগঠনিক সম্পাদক রিন্টু গমেজ, মহিলা বিষয়ক সম্পাদক রিনা রায় , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুমন এল রোজারিও, মনোনীত সদস্য গীতিকা ঘাগ্রা, তুমিলিয়া ক্রেডিটের ভাইস চেয়ারম্যান প্রদীপ ভিনসেন্ট রিবেরু, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মি. মলয় নাথ প্রমুখ উপস্থতি ছিলেন।

উল্লেখ্য যে, এ চার্চটি ১৭৮১ খ্রী: পুরাতন ঢাকার আর্মানিটোলায় প্রতিষ্ঠিত হয়। চার্চ প্রাঙ্গনে প্রায় ৩৮৬ টি পুরাতন কবর রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি