ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিট সাপোর্ট স্টাফদের পেশাগত উন্নয়ন বিষয়ক কর্মশালা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিট সাপোর্ট স্টাফদের পেশাগত উন্নয়ন বিষয়ক কর্মশালা

0
536

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের সহযোগি কর্মীদের (সাপোর্ট স্টাফ) পেশাগত উন্নয়ন বিষয়ক কর্মশালা।

২৫ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে অর্ধদিবস ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও কর্মশালায় উপস্থিত থেকে সহযোগি কর্মীদের উদ্দেশে উৎসাহমূলক বক্তব্য দিয়ে কর্মশালার শুভ উদ্বোধন করেন।

তিনি সহযোগি কর্মীদের উৎসাহ দিয়ে বলেন, ‘আপনারা যারা সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা ঢাকা ক্রেডিটের কর্মকর্তা বা অফিসার স্টাফদের মতো সরাসরি কোনো কাজ করছেন না, কিন্তু ঢাকা ক্রেডিটের সকল মহাযজ্ঞগুলো সম্পাদনে সহযোগি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই নিজেদের দায়িত্বগুলোকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। ঢাকা ক্রেডিটের জেনারেল ডিপার্টমেন্টের কাজগুলো ঘরের মায়ের কাজের মতোই। মা যেমন সারাদিন ঘরে অসংখ্য কাজ করেন, তেমনি আপনারাও অনেক কঠোর পরিশ্রম করেন। কিন্তু এই কাজের কোনো স্বীকৃতি নেই।’

‘আজকের কর্মশালায় শুধু কর্মদক্ষতা নয়, পারিবারিক ও ব্যক্তিগত উন্নয়নের বিষয়ে শিক্ষা দেওয়া হবে। সব সময় মনে রাখবেন, বিপদে পড়ার পর সচেতন না হয়ে, আগেই সচেতন হলে কখনোই বিপদে পড়তে হবে না। দায়িত্বশীলতা ও সততার সাথে কাজ করলে সব কাজই সুন্দর হয়। আর অনেক বেশি পরিশ্রম করে নয়, স্মার্ট কাজ করেই সফল হওয়া সম্ভব’ যোগ করেন প্রধান নির্বাহী অফিসার রোজারিও।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিও খোকন মার্ক কস্তা। তিনি বলেন, ঢাকা ক্রেডিটের কর্মকর্তা ও অফিসারদের সাথে সমিতির উন্নয়নে আপনারাও অবিচ্ছেদ্য অংশ। তাই আপনাদের কর্মদক্ষতা আরো বেশি শাণিত করতে হবে। আজকের কর্মশালার মাধ্যমে আশা করি আপনাদের আরো কর্মদক্ষতা বাড়বে।

কর্মশালায় ‘আর্থিক পরিকল্পনা সম্পর্কে অবগত হওয়া’ বিষয়ে ঢাকা ক্রেডিট লোন বিভাগের ইনচার্জ প্রবীন পিউরীফিকেশন, ‘ভ‚মিকা ও দায়িত্ব সম্পর্কে’ অ্যাডমিন এন্ড এইআরডি বিভাগের পরামর্শক মো. আসাদ বিন ইউসুফ এবং ‘পেশাদারি শিষ্টাচার ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা’ বিষয়ে অ্যাডমিন এন্ড এইআরডি বিভাগের ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার ও কর্মী খোকন ম্যানসাং আলোচনা করেন।কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাইয়ের জন্য ভাইভা ইন্টারভিউ অনুষ্ঠিত হয়।