শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন
ডিসিনিউজ।। ঢাকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিভৃত পল্লিতে জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।
তাঁর জন্মদিন উপলক্ষে ঢাকার তেজগাঁও চার্চে এক বিশেষ প্রার্থনানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন। সকাল ৬টায় ধর্মপল্লির সহকারী ফাদার মিন্টু পালমা বিশেষ প্রার্থনার খ্রিষ্টযাগ উৎসর্গ করেন। খ্রিষ্টযাগে এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র নেতৃত্বে খ্রিষ্টভক্ত, ব্রতধারী-ব্রতধারিণীগণ অংশগ্রহণ করেন। প্রার্থনানুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব সুব্রত হাজরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিওসহ আরো অনেকে।
প্রার্থনানুষ্ঠানে ফাদার মিন্টু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সুযোগ্য নেতা। তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে খ্রিষ্টান সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সেই সাথে প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তাঁকে দীর্ঘায়ু দান করেন এবং তিনি যেন সব সময় সুস্বাস্থ্যে থাকেন।’
সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বাংলাদেশের জনপ্রিয় ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। চতুর্থবারের মতো তিনি বাংলাদেশকে পরিচালনা করছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে বিশেষ মর্যাদায় নিয়ে গেছেন। আমরা তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি।’
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতি বছর এই সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান করতেন। কিন্তু এবার নভেল করোনাভাইরাসের কারণে দেশেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী। যদিও এবারো ঘটা করে জন্মদিন পালন না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় সভাপতির জন্মদিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বেলা সাড়ে ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সীমিতসংখ্যক নেতার অংশগ্রহণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।
এ ছাড়া কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর এবং দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, সকাল ৯টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, সকাল ৬টায় তেজগাঁও জপমালা রাণীর গির্জা এবং বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছিল। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিনে ঢাকাসহ সারা দেশে সব সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সব কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালন করবে।