ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের শুভেচ্ছা প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের শুভেচ্ছা প্রদান

0
383

ডিসিনিউজ ।। ঢাকা

আজ প্রধামন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক যৌথ বিবৃতির মাধ্যমে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারা বিবৃতিতে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ তথা উন্নয়নশীল দেশগুলোর কাছে আদর্শ। তিনি যেভাবে বাংলাদেশকে উন্নয়নের ধারায় নিয়ে গেছেন, তা অন্যান্য দেশের কাছে অনুকরণীয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির প্রতিটা সূচক অগ্রগামী। একটি ডিজিটাল সোনার বাংলা বিনির্মাণে তিনি অপ্রতিরোধ্য ভূমিকা পালন করে যাচ্ছেন।

‘তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি এবং এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। এ ছাড়াও যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। আজকের এই দিনে ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, কর্মী ও সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনে অনেক অনেক শুভ কামনা ও তাঁর দীর্ঘায়ু কামনা করছি’ যোগ করেন প্রেসিডেন্ট ও সেক্রেটারি।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন তেঁজগাও চার্চে এক বিশেষ প্রার্থনানুষ্ঠানের আয়োজন করে। সকাল ৬টায় অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভায় ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সিও যোনাস গমেজসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিভৃত পল্লিতে জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর এবং দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, সকাল ৯টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, সকাল ৬টায় তেজগাঁও জপমালা রাণীর গির্জা এবং বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছিল। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিনে ঢাকাসহ সারা দেশে সব সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সব কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালন করবে।