ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর জন্মদিন আজ

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর জন্মদিন আজ

0
590

ডিসিনিউজ || ঢাকা

সদ্য অবসর নেওয়া ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসির আজ জন্ম দিন।

১ অক্টোবর ১৯৪৩ খ্রিষ্টাব্দে তিনি জন্মে ছিলেন বরিশালের পাদ্রীশিবপুরে। তাঁর বয়ষ এখন ৭৭ পেড়িয়ে ৭৮ এ পড়েছে।

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর জন্মদিনে তাঁর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা এক বার্তায় বলেছেন, ‘ঢাকার ইমেরিটাস আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিকের জন্মদিনে আমরা তাঁর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

আরেক পৃথক বিবৃতিতে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। তাঁরা বলেন, ‘সদ্যবিদায়ী ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর অবদান বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায় শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করবে। আমরা তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছ জানাই ও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

প্রসঙ্গত, গতকাল রোমের ভাটিকান ও বাংলাদেশের ভাটিকানের রাষ্ট্রদূত এক যোগে বাংলাদেশের ঢাকার নতুন আর্চবিশপের নাম ঘোষণা করেন। তিনি হলেন ঢাকার আঠারগ্রামের তুইতাল ধর্মপল্লীর সন্তান বর্তমান সিলেটের বিশপ বিজয় এন ডি’ক্রুশ ওএমআই। তিনি আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর স্থলাভিষিক্ত হবেন।