ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাটির ঘরে আশ্রয় নিলেন বর্ষীয়ান নেতা হিউবার্ট গমেজ (ভিডিও)

মাটির ঘরে আশ্রয় নিলেন বর্ষীয়ান নেতা হিউবার্ট গমেজ (ভিডিও)

0
591

ডিসিনিউজ ।। ঢাকা

সকলের শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হয়ে মাটির ঘরে আশ্রয় নিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ।

৬ অক্টোবর বিকেল ৩টায় তেজগাঁও চার্চে শেষকৃত্যের খ্রিষ্টযাগের পর উক্ত চার্চের কবরাস্থানেই হিউবার্ট গমেজকে সমাধিস্থ করা হয়। শেষকৃত্যের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের নব মনোনিত আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। সহযোগিতা করেন চার্চের পাল-পুরোহিত সুব্রত বি. গমেজ।

শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। খ্রিষ্টযাগে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সচেতন নাগরিক কমিটির সভাপতি ও সাবেক রাষ্টদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, কর্মীসহ আরো অনেকে।

খ্রিষ্টযাগের শেষাংশে ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত সি. কস্তার সঞ্চালনায় নেতৃবৃন্দরা প্রয়াত হিউবার্ট গমেজের বিষয়ে স্মৃতিচারণ করেন। এ সময় তাঁরা হিউবার্ট গমেজের আত্মার চিরশান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেষে তেজগাঁও চার্চের কবরাস্থানে এই বর্ষীয়ান নেতার মরদেহ কবরস্থ করা হয়। পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সমাধীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সজল যোসেফ গমেজের সঞ্চালনায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, ঢাকা ক্রেডিট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএ, আঠারোগ্রাম খ্রীষ্টান কল্যাণ সমিতি, ঢাকা ক্রেডিটের স্টাফ ওয়েলফেয়ার, গোল্লা খ্রীষ্টান সমিতি, মেট্রোপলিটন হাউজিং সোসাইটি, আঠারোগ্রাম হাউজিং সোসাইটি, খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি, খ্রীষ্টান কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি, বাংলাদেশ আদিবাসী ফোরামসহ বিভিন্ন সংগঠন, অঙ্গসংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।

৫ অক্টোবর বেলা আনুমানিক দেড়টায় ঢাকার ইম্পালস্ হাসপাতালে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ছাড়াও তিনি ডায়াবেটিস ও বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন।

হিউবার্ট গমেজ ১৯ নভেম্বর ১৯৩৪ সালে নবাবগঞ্জের গোল্লা মিশনে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৭২ সাল থেকে তেজগাঁও বটমলী হোমস গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, তেজগাঁও ধর্মপল্লীর পালকীয় পরিষদে ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সদস্য হিসেবে, ১৯৮০-৮৩ সাল পর্যন্ত হলিক্রস গালর্স হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন।

ঢাকা ক্রেডিটে তিনি ১৯৬২-৬৩, ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫, ১৯৮৮-৯০ সাল পর্যন্ত চার মেয়াদে ডিরেক্টর, ১৯৯০-৯৩ সাল ভাইস-প্রেসিডেন্ট এবং ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট হিসেবে সেবা দেন। সমবায়ে অবদান রাখার জন্য ১৯৯২ সালে জাতীয় সমবায় পুরস্কার হিসেবে স্বর্ণপদক গ্রহণ করেন। ১৯৯৭-২০০০ সালে তিনি দি মেট্রাপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান এবং ২০০০-২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে গোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

১৯৭৭ সালে দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি প্রতিষ্ঠার বিষয়ে ডানিয়েল কোড়াইয়া পরামর্শের জন্য তাঁর কাছে আসেন। তিনি কোড়াইয়ার সুন্দর প্রস্তাবে রাজি হন এবং সর্বাত্মক সহযোগিতা করেন। তিনি তৎকালীন তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারের ভবন নির্মাণ কমিটির চেয়ারম্যান ছিলেন।

হিউবার্ট গমেজ ১০ বছর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০১৭ সালে তিনি এর অন্যতম সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ট্রেজারার হিসেবে কাজ করেন।