ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন কোড়াইয়ার পিতা পল কোড়াইয়ার সমাধি

ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন কোড়াইয়ার পিতা পল কোড়াইয়ার সমাধি

0
743

ডিসিনিউজ ।। নবাবগঞ্জ

ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার পিতা পল কোড়াইয়াকে তুইতাল ধর্মপল্লীতে সমাধিস্থ করা হয়।

১৪ অক্টোবর, বেলা ১২টায় শেষ অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর পরিবার, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণাগ্রাহীর উপস্থিতিতে তাঁকে বিনম্র শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়।

অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করেন নটর ডেম ইউনির্ভাসিটি বাংলাদেশ-এর রেজিস্টার ফাদার শংকর রোজারিও সিএসসি। তাঁকে সহযোগিতা করেন তুইতাল ধর্মপল্লীর পাল-পুরোহিত পংকজ রড্রিক্স।

খ্রিষ্টযাগ ও সমাধীনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বোর্ড অব ডিরেক্টর সজল যোসেফ গমেজ, মনিকা গমেজ, পল্লব লিনুস ডি’রোজারিও, সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিওসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব।

পল কোড়াইয়ার মৃত্যুতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন কোড়াইয়ার পিতা ছিলেন একজন সৎ ও স্বজ্জন ব্যক্তি। তাঁর মৃত্যুতে আমরা ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে তাঁর আত্মার মঙ্গল কামনা করি। বিশ্বাস করি, তাঁর কর্মগুণে তিনি স্বর্গসুখ লাভ করবেন। এ ছাড়াও প্রার্থনা করি, তাঁর পরিবার যেন প্রিয়জন হারানোর শোক সইতে পারেন।’

ঢাকা ক্রেডিটের কর্মীদের পক্ষ থেকে শোক প্রকাশ ও তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও।

অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ শেষে তুইতাল ধর্মপল্লীতে পল কোড়াইয়ার মৃতদেহ সমাধিস্থ করা হয়। এ দিন তাঁর প্রতি পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে ঢাকা ক্রেডিট পরিবারসহ বিভিন্ন ব্যক্তি শ্রদ্ধা নিবেদন করেন।

১৩ অক্টোবর (মঙ্গলবার) রাত সাড়ে ৯টায় পল কোড়াইয়া পুরান তুইতালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ১৯৩২ সালে ৩০ জুন পুরান তুইতালে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ক্লারা রেনু কোড়াইয়া, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে যান।

কর্মজীবনে পল কোড়াইয়া দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে চাকরি করেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, দায়িত্বশীল সামাজিক একজন মানুষ। অবসরগ্রহণের পর তিনি ধর্মীয় এবং সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি প্যারিস কাউন্সিলের সদস্য ও সাধু যোসেফ সমাজের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।