শিরোনাম :
নরমাল ডেলিভারী, মা ও শিশু সেবাসহ অপারেশন (সার্জারী) সেবা শুরু করেছে সেন্ট জন ভিয়ানী হাসপাতাল
অপারেশন (সার্জারী) সেবা শুরু করেছে ঢাকা ক্যাথলিক মহা ধর্মপ্রদেশ পরিচালিত সেন্ট জন ভিয়ানী হাসপাতাল। রাজধানীর প্রাণ কেন্দ্র ফার্মগেইটে অবস্থিত এই হাসপাতালটিতে সম্প্রতি শুরু হওয়া অপারেশন (সার্জারী) বিভাগে রয়েছে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য সার্জন, এনাসথেসিওলজিস্ট ও নার্স কর্তৃক আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে বিভিন্ন অপারেশন করার সুব্যবস্থা; অভিজ্ঞ এনাসথেসিওলজিস্ট কর্তৃক অপারেশন পূর্ব, অপারেশন চলাকালীন এবং অপারেশন পরবর্তী সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং চিকিৎসার নিশ্চয়তা। এছাড়া রয়েছে পোস্ট অপারেটিভ, আই সি ইউ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, তুলনামূলক কম সেবামূল্যে মানসম্মত সেবার ব্যবস্থা এবং প্রয়োজনে ঢাকার যে কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণের বা মেডিক্যাল টিম গঠন করে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। রয়েছে দিবা-রাত্রি স্বাস্থ্যসেবা গ্রহণের ব্যবস্থা।
নরমাল ডেলিভারীসহ সম্প্রতি মা ও শিশু সেবা শুরু করেছে এই হাসপাতালটি। এখানে রয়েছে হাসপাতালে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মহিলা ও শিশু ডাক্তার, অভিজ্ঞ মিডওফারী নার্স। রয়েছে অপারেশন থিয়েটার, আই সি ইউ, সেন্ট্রাল অক্সিজেন, নরমাল ডেলিভারির ব্যবস্থা। এখানে গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ (ANC) ও প্রসবোত্তর (PNC) সেবা ও পরামর্শের সুব্যবস্থা রয়েছে। এটি এখন প্রতিদিন ২৪ ঘন্টা খোলা থাকে। (বিজ্ঞপ্তি)