ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কমলাপুর যুব সমিতি আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন কমলাপুর জুভেন্টাস

কমলাপুর যুব সমিতি আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন কমলাপুর জুভেন্টাস

0
570

ডিসিনিউজ || ঢাকা
যুবকদের মাদক হতে দূরে রাখতে খেলা-ধূলাকে উৎসাহিত করতে গ্রামভিত্তক ফুলবল খেলার আয়োজন করে সাভারের কমলাপুর যুব সমিতি। যুবকদের এই সংগঠনের আয়োজনে চারটি দল খেলায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কমলাপুর জুভেন্টাস দল। রানাস আপ হয় কমলাপুর রিয়েল মাদ্রিদ দল।


৩০ অক্টোবর কমলাপুরের সাধু আন্তনী গীর্জার মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। গেস্ট অব অনার ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবার্ট রোজারিও , বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, কারিতাসের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও। সভাপতিত্ব করেন কমলাপুর যুব সমিতির প্রেসিডেন্ট ক্লিন্টন ডি’রোজারিও। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, ,সাভার ওয়াইএমসিএ-এর প্রেসিডেন্ট তপন রোজারিওসহ কমলাপুর গ্রামে গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমলাপুর জুভেন্টাস ৩ গোল দিয়ে প্রতিপক্ষ কমলাপুর রিয়েল মাদ্রিদকে পরাজিত করে।