শিরোনাম :
ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও’র জন্মদিন উদযাপন (ছবি)
ডিসিনিউজ || ঢাকা
সমিতির পরামর্শকসহ বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার ও ইন-চাজদের সম্মিলিত উদ্যোগে সমিতির প্রধান নির্বাহী অফিসার (সিইও) লিটন টমাস রোজারিওর জন্মদিন পালন করা হয়।
ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে ১ নভেম্বর রোববার সিইওর জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।
গান ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পর্যায়ক্রমে সিইওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মীবৃন্দ।পরে কেক কাটেন সিইওসহ প্রেসিডেন্ট ও অন্যান্য পদস্থ কর্মী। তিনি কর্মীদের পক্ষ থেকে তাঁর জন্মদিন পালন করার জন্য প্রেসিডেন্টসহ সহকর্মীদের ধন্যবাদ জানান এবং কর্মজীবনের অভিজ্ঞতা সহভাগিতা করেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা সিইও লিটন টমাস রোজারিওকে জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সিইওর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রেসিডেন্ট বলেন, ‘ঢাকা ক্রেডিট সৌভাগ্যবান যে লিটন টমাস রোজারিওর মতো একজন সিইও পেয়েছে। তিনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে সেবা দিবেন এই প্রত্যাশা করি।’
সমিতির প্রেসিডেন্ট আরো বলেন, ভিশনারী লিডার হতে হলে স্বপ্ন থাকতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে। ঢাকা ক্রেডিটে কর্মীদের প্রত্যেকের মেধা বিকাশের সুযোগ আছে এই প্রতিষ্ঠানে।
সিইও লিটন টমাস রোজারিও জন্মদিনে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি সবসময় নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। কখনো কোনো পদের আশা করে কাজ করিনি। কাজই আমাকে এতদূর নিয়ে এসেছে।’ দৃষ্টিভঙ্গি ও মেধা বিকাশের জন্য তিনি সহকর্মীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন কনসালটেন্ট শীরেন সিলভেস্টার গমেজ ও অলড্রিন টমাস গেইন ও তিনজন চিফ অফিসার জোনাস গমেজ, সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন ও খোকন মার্ক কস্তা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার।
[wp1s id=”14112″]