ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা মানিক লরেন্স রোজারিও আর নেই

ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা মানিক লরেন্স রোজারিও আর নেই

0
1151

ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির প্রাক্তন চেয়ারম্যান মানিক লরেন্স রোজারিও আর নেই।
২ নভেম্বর ভাটারার নূরের চালায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর।
মানিকের ছোট বোনের স্বামী জেমসন দাস ডিসিনিউজকে জানান, দুপুর আড়াইটার দিতে মানিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আগামীকাল (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর তেজগাঁও গির্জার কবরস্থানে তাঁর মরদেহ কবরস্থ করা হবে।
নাটোরের বোণী ধর্মপল্লীর বাঘবাচ্চা গ্রামের সন্তান মানিক লরেন্স রোজারিও। তাঁর পিতা মৃত এডওয়ার্ড রোজারিও ও মাতা মৃত শান্তি গমেজ। তাঁর বড়ো বোন ডা. তরু রোজারিও।
তিনি ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান ও সুপারভাইজরি কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ভাটারা শাখার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মানিকের মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা এক বাণীতে বলেন, ‘নিবেদিত প্রাণ সমবায়ী নেতা ছিলেন মানিক লরেন্স রোজারিও। তাঁর অকাল প্রায়াণে আমরা ব্যথিত ও মর্মাহত। গভীর শোক জানাই। ঈশ্বর তাঁর আত্মার চির শান্তি দান করুন। তাঁর শোকার্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।’

মানিক লরেন্স রোজারিও মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী শিউলী বিশ্বাস, দুই পুত্র অরিয়ন রোজারিও ও শ্রেষ্ঠ রোজারিও, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী।