ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো—অপারেটিভ হাউজিং সোসাইটি লি: শ্রেষ্ঠ সমিতি হিসেবে বিবেচিত...

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো—অপারেটিভ হাউজিং সোসাইটি লি: শ্রেষ্ঠ সমিতি হিসেবে বিবেচিত হওয়াতে ঢাকা ক্রেডিটের অভিনন্দন

0
1041

আজ ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় ৪৯তম জাতীয় সমবায় দিবস—২০২০—এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাচুর্ য়েল উপস্থিতিতে জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম, এমপি’র হাত থেকে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো—অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কার গ্রহণ করেন।

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো—অপারেটিভ হাউজিং সোসাইটি লি: যুব, বিশেষ শ্রেণি, তাঁতীসহ অন্যান্য পেশাভিত্তিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমিতি হিসেবে বিবেচিত হওয়াতে সোসাইটির চেয়ারম্যানকে ঢাকা ক্রেডিট—এর প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।