শিরোনাম :
শ্রেষ্ঠ সমিতি তুমিলিয়া খ্রীষ্টান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন
আজ ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় ৪৯তম জাতীয় সমবায় দিবস—২০২০—এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাচুর্ য়েল উপস্থিতিতে জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম, এমপি’র হাত থেকে তুমিলিয়া খ্রীষ্টান কো—অপারেটিভক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান ফ্রান্সিস পি. রোজারিও (বাবু) জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কার গ্রহণ করেন।
তুমিলিয়া খ্রীষ্টান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমিতি হিসেবে বিবেচিত হওয়ায় সমিতির চেয়ারম্যানকে ঢাকা ক্রেডিট—এর প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।