ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের রাঙ্গামাটিয়া ক্রেডিটের নতুন ভবন পরিদর্শন ও বৃক্ষরোপন

ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের রাঙ্গামাটিয়া ক্রেডিটের নতুন ভবন পরিদর্শন ও বৃক্ষরোপন

0
530

৬ নভম্বের, ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার সকাল ১১.৩০ ঘটিকায় ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ রাঙ্গামাটিয়া ক্রেডিটের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর সজল যোসেফ গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সুপারভাইজারি কমিটির সদস্য ষ্টেলা হাজরা, প্রোগ্রাম ও প্রোটোকল ম্যানেজার স্বপন রোজারিও, সেক্রেটারিয়েট ইনচার্জ তপন গমেজ প্রমুখ।

এছাড়াও রাঙ্গামাটিয়া ক্রেডিটের চেয়ারম্যান প্রবীন ডমিনিক কস্তা, ভাইস—চেয়ারম্যান কাজল শিমন কস্তা, সেক্রেটারি রনেল গমেজ, ম্যানেজার পুলক রিবেরু, ট্রেজারার প্রণতী এম. কোড়াইয়া, ডিরেক্টর জুয়েল কস্তা, রিপন মাইকেল কস্তা, লোন কমিটির চেয়ারম্যান লিও পালমা, সেক্রেটারি বানার্ড রিবেরু সমিতির উপদেষ্টা শংকর প্যাট্রিক কস্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এরপর রাঙ্গামাটিয়া কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নিজস্ব নতুন ভবনের সামনে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়। যৌথ কর্মসূচির মাধ্যমে আন্তঃ ক্রেডিট সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে বলে আমাদের প্রত্যাশা।