শিরোনাম :
শিক্ষার প্রতি মনোযোগী হতে ধনুন গ্রামে শিক্ষা সেমিনার
তুষার রোজারিও || নাগরী
গাজীপুরের কালীগঞ্জের নাগরী ধর্মপল্লীর ধনুন গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ শিক্ষা সেমিনার।
৬ নভেম্বর অনলাইন ম্যাসেঞ্জার গ্রুপ ‘ধনুন আমাদের গৌরব’ আয়োজিত এই শিক্ষা সেমিনারের মুলসুর ছিলো: স্বপ্ন পূরণই আমাদের পরিপূর্ণ জীবন। এতে অংশ নেন ধনুন গ্রামের ছেলে-মেয়ে ও অভিভাবকরা।
শিক্ষা সেমিনার উদ্বোধন করেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস গমেজ । এ সময় তিনি সেমিনারে অংশ গ্রহনকারীদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ মনযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন এবং এই ধরনের শিক্ষা সেমিনার জীবনের পথ মসৃণ করতে সহায়তা প্রদান করে বলে উল্লেখ করেন।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ লুইস রোজারিও সিএসসি। তিনি স্বপ্ন পূরণই আমাদের পরিপূর্ণ জীবন বিষয় নিয়ে আলোকপাত করেন।
এ ছাড়া বক্তা হিসেবে ছিলেন ব্রাদার সুমন জে কস্তা। তিনি স্বপ্ন পূরণের অন্তরায়গুলো নিয়ে বিশ্লেষণ করেন।
আরো বক্তব্য রাখেন সেন্ট মেরিস স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল ড. সিস্টার মেরী হেনরিয়েটা এসএমআর, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টি রোজারিও ও সিস্টার মেরী পালমা আরএনডিএম ।
তাঁরা খ্রীষ্টান ছেলেমেয়েদের লেখা পড়ায় পিছিয়ে পড়ার কারণ ও উওলনের পথ, কর্মসংস্থান ও অর্থসংস্থান এবং আধ্যাত্মিকতা বিষয়ে শিক্ষা দেন।
সকল বক্তাদের মূল বিষয় ছিলো ধুনন ছেলেমেয়েদের স্বপ্ন দেখানো এরং স্বপ্ন দেখানোর পাশাশাপাশি কীভাবে পরিপূর্ণ জীবন অর্জন করতে হবে সেই পথগুলো খোঁজে পেতে সাহায্য করা।
সেমিনার শেষে ধনুন গ্রামের সকল মৃত ব্যাক্তিদের আত্মার চির শান্তীর জন্য পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিষ্টযাগ উৎসগ করেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস গমেজ ।
প্রসঙ্গত, অনলাইন ম্যাসেঞ্জার গ্রুপ ধনুন আমাদের গৌরব গ্রুপে ধনুন গ্রামের খ্রীষ্টান ফেসবুক ব্যাবহারকারীরা যুক্ত আছেন। এডমিন হিসেবে আছেন বিলাস রোজারিও, রিচার্ড বাবু ডি কস্তা, সঞ্জিব রোজারিও, জুয়েল গমেজ, তুষার রোজারিও ও এডমিনদের সাথে সরাসরি যুক্ত হয়ে কাজ করেন পলাশ রোজারিও।