ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় নির্মল রোজারিওকে সম্বর্ধনা

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় নির্মল রোজারিওকে সম্বর্ধনা

0
571

ডিসিনিউজ || ঢাকা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় নির্মল রোজারিওকে সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
১২ নভেম্বর ঢাকা ক্রেডিটের ডানিয়েল কোড়াইয়া সভা কক্ষে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের আয়োজনে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খ্রিষ্টান এসোসিয়েশনের মহা সচিব ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়ার সঞ্চালনায় এ সময় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, এসোসিয়েশনের যুগ্ম মহা সচিব জেমস সুব্রত হাজরা ও যোসেফ সরকার, সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা প্রমুখ।
বক্তারা নির্মল রোজারিওকে নতুন দায়িত্ব পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা বলেন, খ্রিষ্টান সমাজে আর কখন নির্মল রোজারিও আসবে তা জানা নাই। তাই এখন থেকেই নির্মল রোজারিওর মতো নেতা তৈরি হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আশা করেন, ভবিষ্যতে নির্মল রোজারিও আরো বড় পরিসরে নেতৃত্ব দিবেন। নিষ্ঠার সাথে প্রতিনিধিত্ব করবেন খ্রিষ্টান সমাজের।
নির্মল রোজারিও তাঁর সম্মানে সম্বর্ধনা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। খ্রিষ্টমন্ডলী আমার শিক্ষার জন্য সহযোগিতা করেছে। খ্রিষ্টান সমাজ আমার জন্য অনেক করেছে। আমি যা দিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি।
তিনি নারীদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, মনিকা গমেজ, প্রত্যেশ রাংসা ও পাপিয়া রিবেরূ। ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ, অন্তর মানখিন ও উমা ম্যাগডেলিন গমেজ। সুপারভাইজরি কমিটির সদস্য বার্নার্ড পংকজ ডি’রোজারিও ও ষ্টেলা হাজরা, এসোসিয়েশনের শিক্ষা সম্পাদক প্রিন্সিপাল ডানিয়েল শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও ও মোশি বোস।
সভার শুরুতে প্রার্থনা করেন ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরা ও শেষে প্রার্থনা করেন ডিরেক্টর পাপিয়া রিবেরূ।
প্রসঙ্গত, ঐক্য পরিষদ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সব চেয়ে বড় অধিকার আদায়ের সংগঠন। ৪ নভেম্বর ঐক্য পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নির্মল রোজারিও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হন।