ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ হারবাইদ ক্রেডিটের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হারবাইদ ক্রেডিটের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
664

ডিসিনিউজ || হারবাইদ:
গাজীপুরের পূবাইলের হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (হারবাইদ ক্রেডিট)-এর ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
১৩ নভেম্বর হারবাইদ গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান পবিত্র ফ্রান্সিস কস্তা। সাধারণ সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভাদুন ধর্মপল্লীর পাল-পুরোহিত প্রলয় আগষ্টিন ক্রুশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহা সচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট গাব্রিয়েল রোজারিও, তুমিলিয়া ক্রেডিটের চেয়ারম্যান ফ্রান্সিস পি. রোজারিও (বাবু)।

সমিতির চেয়ারম্যান পবিত্র ফ্রান্সিস কস্তা তাঁর ভাষেণে বিগত একটি বছরের কার্যক্রমে চিত্র ও সমিতির বর্তমান অবস্থার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সমিতি যেন ভালোভাবে পরিচালনা করা যায় তার জন্য ত্রি-বাষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রণয়ন করা হয়েছে কর্মী নীতিমালা। করোনাকালে সমিতি পরিচালনাসহ ১৪৮টি পরিবারকে স্বাস্থ্য সচেতন করতে ও ভালোবাসার উপহার খাদ্য সহযোগিতা প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, করোনাকালে ঋণ খেলাপীর সংখ্যা বেড়ে গিয়েছিলো, তবে ক্রমে ঋণ খেলাপীর সংখ্যা কমে আসছে।
পবিত্র বলেন, খুশি খবর হলো, সমিতির অবদানের কারণে এই বছর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার লাভ করেছে। তার জন্য তিনি সমিতির সকল সদস্য ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি সমিতির সদস্যদের ঋণ নিয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে আহ্বান জানান।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহা সচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া হারবাইদ ক্রেডিট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার লাভ করায় সমিতির চেয়ারম্যান পবিত্র ফ্রান্সিস কস্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘সাতটি খ্রিষ্টানদের দ্বারা পরিচালিত সমিতি এ বছন সমবায় পুরস্কার পাওয়ায় দেশে খ্রিষ্টানদের ভাবমূতি উজ্জ্বল হয়েছে। আমি আজ দেখতে পাচ্ছি বার্ষিক সাধারণ সভায় শিশু-কিশোররাও উপস্থিত হয়েছে। তারা দেখতে পারছে কীভাবে বার্ষিক সাধারণ সভায় অনু্িষ্ঠত হয়, কীভাবে জবাবদিহি করতে হয় তা তারা দেখেছে। তারাও শিখছে। শিশুদের সঞ্চয়ের মাধ্যমে সমিতিতে সম্পৃক্ত করতে হবে।’
সাধারণ সভায় সঞ্চালনা করেন হারবাইদ ক্রেডিটের সেক্রেটারি তাপস কস্তা।
হারবাইদ সমিতি প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৯ সনে। সমিতির সদস্য ৫৪২ জন।

আরো ছবি:

[wp1s id=”14275″]