শিরোনাম :
হাসনাবাদ ক্রেডিটের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জেমস আঞ্জুস || হাসনাবাদ
হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (হাসনাবাদ ক্রেডিট)-এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর নবাবগঞ্জের হাসনাবাদে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান নিকোলাস রাজু কোড়াইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, হাসনাবাদের পাল-পুরোহিত স্ট্যানিসলাউস গমেজ প্রমুখ।
ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট এলবার্ট আশীষ বিশ্বাস বলেন, ঢাকা ক্রেডিট নারী ক্ষমতায়নে কাজ করছে। ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল সমবায় অঙ্গনে সবচেয়ে বড় প্রকল্প। জাতীয় পর্যায়ে শিক্ষা, সাস্থ্য ও সমবায় সেক্টরসহ ক্যাটারিং ক্ষেত্রে খ্রিস্টানের অবদান রয়েছে।
ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া বলেন যে সমবায় সমিতি টিকে থাকার জন্য ভালো নেতৃত্ব প্রয়োজন। হাউজিং সোসাইটি, ঢাকা ক্রেডিট সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সদস্য উমা গমেজ, হাউজিং সোসাইটির ম্যানেজার জন গমেজ, ডিরেক্টর মায়া গাঙ্গুলী, উপজেলা চেয়ারম্যান মোহম্মদ ঝিলু, ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানা, উপজেলা সমবায় কর্মকর্তা, ইউএনও নবাবগঞ্জ উপজেলা।