শিরোনাম :
ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির ২৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন
ডিসিনিউজ || ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির ২৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর গাজীপুরের মঠবাড়ীর কুচিলাবাড়ীতে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আশিস আলবার্ট বিশ্বাস। সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান ডমিনিক কাজল ডি’কস্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও ও কনসালটেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।
সোসাইটির চেয়ারম্যান ডমিনিক কাজল ডি’কস্তা বার্ষিক সাধারণ সভায় সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, আমি আশা করি আপনারা সকলেই সভায় প্রাণবন্ত অংশগ্রহণ করবেন এবং এই সভাকে সাফল্য মন্ডিত করবেন। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথিকে সোসাইটির জন্য একটি রুম বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আশিস আলবার্ট বিশ্বাস বক্তব্যে বলেন, ‘আমি এক সময় এই সমিতির প্রতিষ্ঠাকালীন প্রাক্তন ট্রেজারার ছিলাম। আমি মনে করি এই সমিতির শুধু ঋণ কার্যক্রম না করে কীভাবে সদস্যদের কল্যাণমূলক কাজ করা যায় সেই দিকে ধাবিত হতে হবে।’
তিনি বলেন, একজন কর্মী যদি পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, তাহলে তিনি তাঁর কর্মস্থলেও তাঁর সেরাটা দিতে পারেন। তাই কর্মীদের কল্যাণের কথা চিন্তা করতে হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও ঢাকার বাইরে সোসাইটির বার্ষিক সাধারণ সভা আয়োজন করার জন্য আয়োজকদের প্রশংসা করে বলেন, ‘এখানে আমরা প্রায় সকল ঢাকা ক্রেডিটের কর্মী একত্রি হতে পেরেছি। এটা একটা মিলন মেলার মতো পরিণত হয়েছে। তাই আয়োজকদের ধন্যবাদ জানাই।’ তিনিও এই সমিতি যেন ঋণ কার্যক্রমের পাশাপাশি কর্মীদেও জন্য কল্যাণমূলক কাজ করে তার পরামর্শ দেন।
নির্বাচন
বার্ষিক সাধারণ সভার শেষে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হন স্বপন রোজারিও, ভাই-চেয়ারম্যান মিতা পালমা, সেক্রেটারি প্রদীপ লুসিয়ানো দাস, ম্যানেজার রিটন থিওফিল গমেজ, ট্রেজারার তুষার রোজারিও, ডিরেক্টর: কেয়া রোজলীন গমেজ, নিশি লিউনী গমেজ, রিম্পা গ্লোরিয়া কস্তা ও স্বপন ডেভিড রোজারিও।
নির্বাচনে সোহেল রোজারিওর সভাপতিত্বে নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রিচার্ড ফ্রান্সিস রোজারিও ও প্রবীন পিউরীফিকেশন।
সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান স্বপন রোজারিও সোসাইটির কার্যক্রম পরিচালনা করার জন্য সোসাইটির সকলের সহযোগিতা কামনা করেন।
বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সোসাইটির সেক্রেটারি হিল্লোল আই কস্তা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, মনিকা গমেজ, ও পাপিয়া রিবেরূ, ক্রেডিট কমিটির সেক্রেটারি জনি এস. গমেজ, সদস্য লরেন্স পিটার গমেজ ও উমা ম্যাগডেলিন গমেজ এবং সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি. কস্তা।
আরো ছবি
[wp1s id=”14320″]