শিরোনাম :
বার্ষিক সাধারণ সভা সফল করায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারির ধন্যবাদ
ডিসিনিউজ ॥ ঢাকা
শুক্রবার (৮ জানুয়ারি) সকল সদস্যের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ৬০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ফার্মগেট বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে । এই বার্ষিক সাধারণ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
তাঁরা বলেন, ‘৬০তম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সকল সদস্য, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, নারীনেত্রী, বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, কর্মীবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বার্ষিক সাধারণ সভা করার অনুমতি প্রদানের জন্য আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই ও স্কুল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, ডিসি সিকিউরিটি সার্ভিস, সাংবাদিক, খাবার, ডেকোরেটর, লাইট, সাউন্ড সিস্টেম ও এলইডি সরবরাহকারীদের যাঁরা আমাদের এই বার্ষিক সাধারণ সভাকে সাফল্য মন্ডিত করতে সহায়তা করেছেন।’