শিরোনাম :
কন্ট্রাকটর আন্তনী কস্তা আর নেই
ডিসিনিউজ ॥ ঢাকা
গাজীপুরের নাগরীর তিরিয়া গ্রামের অধিবাসী ভবন নির্মাণ কন্ট্রাকটর আন্তনী কস্তা আর নেই। তিনি ১১ জানুয়ারি শমরিতা হাসপাতালে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর।
১৬ জানুয়ারি তেজগাঁও গির্জায় তার মরদেহের অন্ত্যেষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়। এই সময় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহা সচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের লক্ষ্মীবাজার থানা শাখার সাধারণ সম্পাদক ভিক্টর রে উপস্থিত থেকে আন্তনী কস্তার স্বজনদেও সমবেদনা জানান এবং তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তাঁর মেয়ে জামাই ডানিয়েল সিকদার ডিসিনিউজকে বলেন, ‘আমার শ^শুর আন্তনী কস্তা খ্রিষ্টান সমাজে এক নামে ভবন নির্মাণের কন্ট্রাকটর হিসেবে পরিচিত। তিনি হলি ফ্যামিলি হাসপাতল নির্মাণের সাথে তিনি জড়িত ছিলেন। এছাড়া তিনি বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় ভবন, নাগরী গির্জার গ্রোটে, আঠারগ্রামের ইছামতি মার্কেট, তেজগাঁওস্থ মাদার তেরেজা সিস্টারদের ভবনসহ খ্রিষ্টানদের অনেক বাড়ি নির্মাণের কন্ট্রাকটর হিসেবে সুনামের সাথে সেবা দিয়েছেন।’
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ভেরোনিকা সুষমা কস্তা, আট ছেলে-মেয়ে, মেয়ে জামাই, ছেলে বউ, নাতি-নাতনীসহ অসখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী। তাঁর ছোট ছেলে আমেরিকায় ইতিপূর্বে মারা গেছেন। তাঁর সাত ছেলেমেয়ে আমেরিকা ও কানাডায় বসবাস করেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, আগামী ২৬ জানুয়ারি তাঁর মরদেহ আমেরিকায় কবরস্থ করা হবে।