ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট প্রথম করোনাভাইরাসের টিকা নেওয়ায় রুনু ভেরোনিকা কস্তাকে ঢাকা ক্রেডিটের অভিনন্দন

প্রথম করোনাভাইরাসের টিকা নেওয়ায় রুনু ভেরোনিকা কস্তাকে ঢাকা ক্রেডিটের অভিনন্দন

0
1351

সুমন কোড়াইয়া ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের সদস্য রুনু ভেরোনিকা কস্তা আজ দেশে প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘রুনু ভেরোনিকা কস্তা প্রথম টিকা গ্রহণ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁকে অভিনন্দন জানাই। করোনা যুদ্ধে তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন।’
গাজীপুরের ভাদুন কোয়াজি ধর্মপল্লীর হারবাইদ চার্চ-সেন্টারের তালটিয়া গ্রামের সন্তান রুনুর শ্বশুর বাড়ি পাবনার মথুরাপুর ধর্মপল্লীর খরবাড়িয়া গ্রামের সলোমন গমেজের পুত্র পবন গমেজের সাথে। তাঁদের দুই সন্তান রয়েছে। রুনু সাভারের সেন্ট যোসেফ স্কুল থেকে পড়াশোনা করে কুমুদিনী নাসিং ইন্সটিটিউট থেকে পড়াশোনা করে নাসিং পেশায় যোগ দেন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার ফ্রন্ডলাইনার সিনিয়র স্টাফ নার্স হিসেবে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
তোমার ভয় লাগছে নাতো?: রুনুকে প্রধানমন্ত্রীর প্রশ্ন
২৭ জানুয়ারি বিকাল ৪টা ৮ মিনিটে করোনার টিকা নেওয়ার সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘তোমার ভয় লাগছে নাতো।
মাথা নাড়িয়ে রুনু বলেন, ‘না।’
এর পর শেখ হাসিনা বলেন, ‘খুব সাহসি তুমি।’
রুনুর টিকা গ্রহণের পর হাততালি দেন উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ। তখন শেখ হাসিনা বলেন, রুনু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাক, ভলো থাক। আমি সেই দোয়া করি।’
শেষে জয় বাংলা শ্লোগান দেন করোনার টিকাদানকালীন ইতিহাসের অংশ রুনু ।