শিরোনাম :
সিলেট ধর্মপ্রদেশের নতুন বিশপ নিযুক্ত হলেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস সিলেট ধর্মপ্রদেশের নতুন বিশপ হিসেবে নিযুক্ত করেছেন।
আজ (১২ মে) বিকাল ৪টায় ভাটিকান থেকে ও সিলেট বিশপ হাউজ থেকে বিশপ শরৎ ফ্রান্সিসকে সিলেটের বিশপ বা ধর্মপাল হিসেবে নিয়োগের ঘোষণাটি এসেছে।
ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ, ওএমআই এর আগে সিলেটের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিলেটের মনোনীত বিশপকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও।
তাঁরা বলেন, ‘আমরা সিলেটের নতুন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে অভিনন্দন জানাই ও শুভ কামনা করি। প্রার্থনা করি তিনি যেন তাঁর নতুন দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন।’
তিনি ভাইবোনই ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রে সেবা দিচ্ছেন
পঞ্চান্ন বছর বয়সী বিশপ শরৎ ফ্রান্সিস নবাবগঞ্জের হাসনাবাদ ধর্মপল্লীর মৃত আগস্টিন মধু গমেজ ও মৃত থেকলা গমেজের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে বিশপ শরৎ দ্বিতীয় এবং একমাত্র ছেলে। তাঁর দুইবোনই সিস্টার। বড়বোন সুনীতা গমেজ, এরএনডিএম এবং ছোট বোন অনীতা গমেজ, ওএলএস। বাংলাদেশের ইতিহাসে তাঁদের একমাত্র পরিবার যেখানে সকল ভাইবোন ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রে সেবা দিচ্ছেন। এই পরিবার অনেকের জন্য অনুপ্রেরণার।