ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স শুরু

ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স শুরু

0
556

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের অংশগ্রহণে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোস।

২১ মে সকাল সাড়ে ৯টায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা আনুষ্ঠানিকভাবে এই কোর্সের শুভ উদ্বোধন করেন। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

ঢাকা ক্রেডিটের আয়োজনে পাঁচদিন ব্যাপি এই কোর্সের ব্যবস্থাপনায় রয়েছে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।

ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরার প্রার্থনা ও কোর্সে অংশগ্রহণকারীদের পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠান হয়। পরবর্তীতে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য শেষে প্রেসিডেন্ট কস্তা কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আমরা আসলে অনেক আগেই ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্সটি করতে চেয়েছিলাম। কিন্তু হচ্ছিলো না। অবশেষে কোর্সটি শুরু করতে পেরেছি তাই ভাল লাগছে। এই কোর্সের মাধ্যমে আপনারা নিজেদেরকে যোগ্য করে তুলে সমবায়ে আরো বেশি অবদান রাখতে পারবেন। জ্ঞান আহরণের কোনো নির্দিষ্ট বয়স বা সময় থাকে না। জীবনের শেষ দিন পর্যন্ত সবাইকে শিখতে হয়। আমরা যারা সমবায় আন্দোলনের সাথে রয়েছি, তারা হয়তো দেখে দেখে শিখেছি। কিন্তু এই কোর্সের মাধ্যমে আমরা আরো বেশি জানতে পারবো এবং ঢাকা ক্রেডিটসহ বিভিন্ন আঞ্চলিক ক্রেডিট ইউনিয়ন ও সমবায় আন্দোলনে বিশেষ ভূমিকা রাখতে পারবো।’

তিনি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ করে কোর্সটি সুন্দরভাবে সফল করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা যেন সকলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। কেউ যেন মনে না করি আমরা ঢাকা ক্রেডিটের নেতৃত্বে আছি এবং সব জানি। বাস্তব জ্ঞানের পাশাপাশি পুঁথিগত শিক্ষারও প্রয়োজন রয়েছে। আমরা কোর্সটি করে জ্ঞানার্জনের পাশাপাশি একটি সার্টিফিকেটও অর্জন করবো যা আমাদের কাজের স্বীকৃতি বহন করবে।’

এ সময় তিনি কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

শুভেচ্ছা বক্তব্যে ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস বলেন, ‘ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্সে অংশগ্রহণ করা আমাদের জন্য একটি ভাল সুযোগ। ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমাদের দীর্ঘদিনের চেষ্টা ছিল যারা ঢাকা ক্রেডিটে পরিচালনায় আসবেন, তাদের ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে ট্রেনিং দেওয়ার। আজ তা সফল হয়েছে। এর জন্য বিশেষভাবে প্রেসিডেন্ট মহোদয়কে ধন্যবাদ জানাই। তিনি এই মহামারীর মধ্যেও সুন্দরভাবে সুযোগটি করে দিয়েছেন।’

‘এই কোর্সটি কোনো অলংকারীক বিষয় নয়। আমরা শেখার জন্য আসছি, শেখার কোনো শেষ নেই। তাই সকলের উচিত হবে সক্রিয়ভাবে এই কোর্সে অংশগ্রহণ করা’ যোগ করেন ভাইস-প্রেসিডেন্ট আশিস বিশ্বাস।

ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘পাঁচ দিনের ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্সের জন্য নির্ধারিত ১০টি মানসম্পন্ন মডিউল রয়েছে। কোর্সের মাধ্যমে সেই মডিউলগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে আমরা চিন্তার খোরাক যুগিয়ে এবং পরে আরো ভাল কাজ করতে পারবো। এই কোর্সের সুযোগদানের জন্য ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ। এই কোর্সটিতে সক্রিয় অংশগ্রহণ করে ভবিষ্যতে ঢাকা ক্রেডিটসহ যারা আঞ্চলিক সমিতিগুলো নেতৃত্ব দেন সেখানেও ভাল অবদান রাখতে পারবেন।’

শুভেচ্ছা বক্তব্যের পর সঞ্চালক সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া প্রশিক্ষক মো. আব্দুল মান্নানকে কোর্সের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পাঁচদিন ব্যাপি অনুষ্ঠিত এই কোর্সে ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের সকলেই অংশগ্রহণ করছেন। কোর্সটির এই দিনের প্রশিক্ষক হিসেবে রয়েছেন কালব’র ট্রেনিং এন্ড কনসালটেন্সি জেনারেল ম্যানেজার মো. আব্দুল মান্নান ও সহযোগি জাকির হোসেন। এ ছাড়াও অন্যান্য প্রশিক্ষদের সহযোগিতায় মোট ১০ টি মডিউল নিয়ে কোর্সটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকা ক্রেডিট দেশের সর্ববৃহত ক্রেডিট ইউনিয়ন। অন্যান্য সমিতিগুলো ঢাকা ক্রেডিটকে রোল মডেল হিসেবে গণ্য করে। ঢাকা ক্রেডিটে বর্তমানে ছয় শতেরও বেশি কর্মী রয়েছেন। নিয়মিতভাবে ঢাকা ক্রেডিট কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে। এর পাশাপাশি ২২ জনের কার্যকারী পরিচালনা পর্ষদ রয়েছে। ঢাকা ক্রেডিটকে বেগবান ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সময়ে ২২জন কর্মকর্তাদের জন্যও দেশ-বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তারই একটি অংশ হলো ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স।