শিরোনাম :
পরলোকে চলে গেলেন ফাদার আলফ্রেড গমেজ
ডিসিনিউজ ।। ঢাকা
পরলোকে চলে গেলেন ফাদার আলফ্রেড গমেজ!
আজ দুপুর ১২:৪৫ মিনিটে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেন তিনি। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থতার কারণে ঢাকার আর্চবিশপ হাউজে ও সেন্ট জন মেরী ভিয়ানি হাসপাতালে অবস্থান করছিলেন এবং সেখানেই শেষ নিঁঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ঢাকা মহাধর্মপ্রদেশের এক প্রবীণ যাজক। যিনি যাজকীয় জীবনের অনেকটা সময় ময়মনসিংহ ধর্মপ্রদেশে দায়িত্ব পালন করেন। শেষ কর্মস্থল ছিল বান্দুরা ক্ষুদ্র পুষ্প সেমিনারী। ছোট ছোট সেমিনারীয়ানদের আধ্যাত্মিক পরিচালক ছিলেন তিনি।
অত্যন্ত সহজ-সাধারণ জীবনযাপনের অধিকারী ফাদার আলফ্রেড যাজকীয় জীবনে ৪০ বছরে পদার্পণ করে ৭৫ বছরে এ পার্থিব জীবনের সমাপ্তি ঘটিয়ে অনন্ত জীবনে চলে যান।
প্রয়াত ফাদার আলফ্রেড গমেজকে বিকাল ৫টায় তেজগাঁও ধর্মপল্লীতে ফাদার, সিস্টার, ব্রাদার, বিভিন্ন সংগঠন ও সাধারণ খ্রীষ্টভক্তগনের পক্ষ থেকে শ্রদ্ধা ও শেষ বিদায় জানানো হয়। বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি, মহামান্য আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ ওএমআই, পরম শ্রদ্ধেয় বিশপ থিওটোনিয়াস গমেজ সিএসসি, পাল-পুরোহীত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বি গমেজ।
খ্রীষ্টযাগের পর ঢাকা ক্রেডিটের পক্ষ থেকেও প্রয়াত ফাদারকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আগামীকাল (১১ আগস্ট) সকাল ১১ টায় তার নিজ ধর্মপল্লী তুমিলিয়া তার আত্মার চিরশান্তি কামনা করে খ্রীষ্টযাগ হবে এবং পরে মিশনের কবরস্থানে সমাধিস্থ করা হবে।