শিরোনাম :
সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল (ভিডিও)
ডিসিনিউজ ॥ ঢাকা
করোনা মহামারির মধ্যেও থেমে নেই দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন। প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা।
৭ আগস্ট দুবৃত্তরা খুলনার রূপসার শিয়ালিয়া গ্রামে কয়েকটি মন্দির এবং স্থানীয় হিন্দু মালিকানাধীন কিছু দোকান ভাংচুর করেছে। আশুলিয়ায় নিখোঁজের ২৭ দিন পর সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজ (১১ আগস্ট) সাম্প্রতিক দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সংখ্যালঘু নেতৃবৃন্দ ঢাকার জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে । কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঊষাতন তালুকদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত কোড়াইয়া প্রমুখ।
বক্তাগণ দেশের সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান। তাঁরা উল্লেখ করেন, বার বার সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মান্ধ গোষ্ঠার পরিকল্পিত। তাই যারা হামলা করে ও হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) যুগ্ম সচিব-১ জেমস সুব্রত হাজরা, সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা, বিসিএ’র মিরপুর থানা শাখার সভাপতি যোসেফ স্বপন চৌধুরী, বিসিএ’র ব্রাহ্মণবাড়িয়া থানা শাখার সাধারণ সম্পাদক মলয় নাথ, বিসিএ’র লক্ষ্মীবাজার থানা শাখার সাধারণ সম্পদক ভিক্টর রে, বিসিএ’র তেজগাঁও থানা শাখার সদস্য মাইকেল বাড়ৈ ও লিটন বালাসহ প্রায় দুই শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
শেষে নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য পর্যন্ত গিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।