ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট হলিক্রস ফাদারদের প্রভিন্সিয়াল নিযুক্ত ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি

হলিক্রস ফাদারদের প্রভিন্সিয়াল নিযুক্ত ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি

0
180

ডিসিনিউজ ॥ ঢাকা

হলিক্রস ফাদারদের প্রভিন্সিয়াল নিযুক্ত হয়েছেন ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি।

১৮ আগস্ট রামপুরাস্থ মরো হাউজে হলিক্রস সম্প্রদায়ের ফাদারদের প্রতিনিধিদের নির্বাচিত ভোটে ফাদার জর্জ কমল এই দায়িত্ব লাভ করেন। তিনি হলিক্রস ফাদারদের সাবেক প্রভিন্সিয়াল ফাদার জেমস ক্রুশ সিএসসি এর স্থলাভিষিক্ত হয়েছেন। বর্তমানে ফাদার জর্জ কমল ময়মনসিংহের নটর ডেম কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন।

হলিক্রস ফাদারদের প্রভিন্সিয়াল নিযুক্ত হওয়ায় ফাদার জর্জ কমল রোজারিও সিএসসিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা ফাদার জর্জ কমল রোজারিও সিএসসিকে তাঁর নতুন দায়িত্ব লাভের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর সুস্বাস্থ্য কামনা করি। আশা করি তিনি তাঁর নতুন গুরুদায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করবেন।’

ফাদার জর্জ কমল রোজারিও সিএসসির জন্ম নাগরীর তিরিয়ায় ২৬ মার্চ ১৯৬৫ খ্রিষ্টাব্দে। তিনি পুরোহিত হন ২০০০ খ্রিষ্টাব্দের ২৫ ফেব্রুয়ারি।