ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১১ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট উত্তরায় ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

উত্তরায় ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

0
310
ঢাকার উত্তরায় বসবাসরত করোনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন থেকে ত্রাণ সহায়তা

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকার উত্তরায় বসবাসরত করোনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন থেকে ত্রাণ সহায়তা ।

২০ আগস্ট সকাল এগারটায় উত্তরার দক্ষিণ খানের চালাবনে ডন বস্কো ক্যাথলিক গির্জা চত্বরে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ডন বস্কো ক্যাথলিক গির্জার প্রিস্ট ইনচার্জ ফাদার এ্যালেনচারি এসডিবি,  ঢাকা ক্রেডিটের ডিরেক্টর প্রত্যেশ রাংসা, ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ, স্থানীয় ত্রাণ বিতরণ কমিটির সদস্য আনন্দ বিশ^াস ও স্থানীয় নেতা মেথিও রাংসা এবং উপকারভোগীগণ।

করোনা অতিমারির কারণে উত্তরায় বসবাসরত অনেক অভ্যন্তরীন অভিবাসী চাকরি হারিয়ে কষ্টে জীবন যাপন করছেন। ফাউন্ডেশন থেকে এই ধরনের ৩৮টি পরিবার পেয়েছে ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ১ কেজি লবণ এবং ৫ টি করে মাস্ক।

 একজন উপকার ভোগী বলেন, ‘আমি পার্লারে কাজ করতাম, করোনার সময় পার্লার বন্ধ হয়ে যায়, আমি বেশ কিছু দিন ধরে বেকার, সঞ্চয় প্রায় শেষ, ধার দেনা করে চলছি, ফাউন্ডেশন থেকে পাওয়া ত্রাণ আমার উপকার হবে।’

ঢাকা ক্রেডিটের ডিরেক্টর প্রত্যেশ রাংসা বলেন, ‘চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সেবা দেওয়া হচ্ছে। তাঁরই অংশ হিসেবে মানব কল্যাণে করোনা অতিমারির সময় আমরা ফাউন্ডেশন থেকে ত্রাণ সহায়তা দিচ্ছি। ভবিষ্যতে আমরা এই কল্যাণমূলক কাজ অব্যাহত রাখবো।’

ডন বস্কো ক্যাথলিক গির্জার প্রিস্ট ইনচার্জ ফাদার এ্যালেনচারি এসডিবি তাঁর এলাকার খ্রিষ্টভক্তদের ত্রাণ দেওয়ার জন্য ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।