শিরোনাম :
কালব-এর সেক্রেটারি আলফ্রেড রায় না ফেরার দেশে
ডিসিনিউজ ॥ ঢাকা
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সেক্রেটারি আলফ্রেড রায় আর নেই।
গত (৬ সেপ্টেম্বর) রাতে তার বুকে ব্যথা শুরু হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
আলফ্রেড রায় সমবায়ে অবদান রেখেছেন। তিনি ছিলেন গৌরনদী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রাক্তন চেয়ারম্যান, বর্ণালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রাক্তন সেক্রেটারি। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সেবা দিয়েছেন।
বরিশালের বিল্লাগ্রামের সন্তান আলফ্রেড রায় মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী রুমা মেরী এ্যাগনেস বাউল ও মেয়ে এ্যাঞ্জিলিনা এরিন রায়সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
আলফ্রেড রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তারা তার বিদেহী আত্মার কল্যাণ কামনা করেন ও শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।