ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চলে গেলেন ‘একাত্তুরের যীশু’র প্রযোজক ডেভিড প্রণব দাশ

চলে গেলেন ‘একাত্তুরের যীশু’র প্রযোজক ডেভিড প্রণব দাশ

0
569

ডিসিনিউজ ।। ঢাকা

‘একাত্তুরের যীশু’র প্রযোজক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডেভিড প্রণব দাশ পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের জন্য চলে গেলেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বিবিসিএফ-এর মেডিকেল মিনেস্ট্রির কোর্ডিনেটর স্টীফেন অলড্রিন।

তিনি জানান, আজ (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে তিনি প্রাণত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন যাবত ভুগছিলেন। সর্বশেষ তিনি কোভিডে আক্রান্ত হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর ২টায় গ্রীণরোডস্থ ইম্মানুয়েল চার্চে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। এরপরই তাঁকে নারিন্দার ওয়ারী কবরাস্থানে সমাধিস্থ করা হবে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খ্রিষ্টান সমাজের নেতৃবৃন্দ। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন। তাঁরা উল্লেখ করেন, ‘ডেভিড প্রণব দাশ ছিলেন খ্রিষ্টান সমাজের এক উজ্জল নক্ষত্র। তিনি সমাজকে অনেক কিছু দিয়ে গেছেন। লেখক, সাংস্কৃতিক কর্মী হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রযোজিত ‘একাত্তুরের যীশু’ আজো মানুষের মুখে মুখে। আজ আমরা এই মহান মানুষটির মৃত্যুতে সত্যিই শোকাহত। ঈশ্বর তাঁর আত্মা স্বর্গে স্থান দিন এবং শোকার্ত পরিবারকে যেন এই শোক বইবার শক্তি দেন।’

আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। তিনি প্রণব দাশের আত্মার কল্যাণ কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

ডেভিড প্রণব দাশ পাবনা জেলার ফৈলজানার সন্তান ছিলেন। স্ত্রী অশ্রুকণা দাশ আগেই মৃত্যুবরণ করেছেন। প্রণব দাশ এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

প্রয়াত ডেভিড প্রণব দাশ ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ ছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি নিয়মিত বাংলাদেশ বেতারের বাইবেল পাঠক ছিলেন।