ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাভারের জয় হালদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ (ভিডিও)

সাভারের জয় হালদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ (ভিডিও)

0
529

ডিসিনিউজ ॥ সাভার

সাভারে সংখ্যালঘু খ্রিষ্টান স্কুল ছাত্র জয় হালদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ (১১ সেপ্টেম্বর)। এতে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সভাপতিত্বে এতে অংশ নেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেরী নিমিতা এসএমআরএ, বিরুলিয়া আওয়ামী লীগ ১ নং শাখার সভাপতি গিয়াসউদ্দিন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাভার পৌরসভা শাখার সভাপতি মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাভার ইউনিয়ন শাখার সেক্রেটারি প্রভাত ডি’রোজারিও, ধরেন্ডা পালকীয় পরিষদের সহ-সভাপতি বিলাস বি গমেজ, সাভার ওয়াইএমসিএ’র

সভাপতি তপন টমাস রোজারিও, সাভার চার্চ ফেলোশীফের সভাপতি জন বাড়ৈ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাভার পৌরসভা শাখার সেক্রেটারি শেখর পিউরীফিকেশন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বিরুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি বাবলু রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাভার ইউনিয়ন শাখার জয়েন্ট সেক্রেটারি শিপু কস্তা, মানববন্ধন ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য ইদ্রিস আলী মুন্সি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাভার পৌরসভা শাখার ভাইস-প্রেসিডেন্ট জেমস রেমন্ড রায়, ধরেন্ডা মিশন তরুণ সংঘের সভাপতি ক্লিন্টন ডি’রোজারিওসহ ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণির প্রায় সাড়ে তিনশত মানুষ ।

সঞ্চালনায় ছিলেন মানববন্ধন ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সচিব প্রতাপ আগষ্টিন গমেজ, যুগ্ম সচিব হিমেল রোজারিও ও জনি হিউবার্ট রোজারিও।

প্রসঙ্গত, ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী জয় হালদারকে গত ১৬ মে রাত সাড়ে ৯টার দিকে সাভারের রাজাসন গ্রামের পলুর মার্কেটে কিশোর গ্যাংয়ের কতিপয় সদস্য লাঠিসোটা ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করলে সে গুরুতর আহত হয়। ৬ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এই হত্যাকান্ডের প্রতিবাদে আজ ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ মিছিল নিয়ে পলুর মার্কেটে গিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে মানববন্ধন ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘দ্রুততম সময়ে জয় হালদার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সাভারে কিশোর গ্যাং তৎপরতা বন্ধ করতে হবে, সকল প্রকার মাদকের অবৈধ ব্যবসা এবং তৎপরতা বন্ধ করতে হবে।’

অন্যান্য বক্তাগণ বলেন, মাদকের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে, সকল প্রকার ইভটিজিং বন্ধ করা, রাস্তাঘাট ও পরিবেশ উন্নয়ন সাধন করা, পরিকল্পিত সাভার গড়ার কার্যকর উদ্যোগ নেওয়া, সকল প্রকার খাল, বিল ও জলাশয়ের সংরক্ষণ ও সুরক্ষা করা। সাভার-বিরুলিয়া রোড সংস্কার, মেরামতসহ প্রসস্থ করতে হবে।

আয়োজক প্রতিষ্ঠান ও সংগঠনগুলো হলো: ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, সাভার বিরুলিয়া উন্নয়ন পরিষদ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাভার পৌরসভা শাখা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাভার ইউনিয়ন শাখা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বিরুলিয়া ইউনিয়ন শাখা, সাভার ওয়াইএমসিএ, ধরেন্ডা মিশন তরুণ সংঘ ও সাভার চার্চ ফোলোশীপ।

জয় হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষে মামলা করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল কিন্তু তারা এখন জামিনে আছেন। আসামীরা জামিন পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।