শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার বাবলু গমেজের বাবা হিলারিশ গমেজ আর নেই
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার বাবলু ডেভিড গমেজ ও ঢাকা ক্রেডিটের কর্মী জুলিয়েট জেনিয়া গমেজের বাবা হিলারিশ মোংলা গমেজ আর নেই। ১২ সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পাবনার মথুরাপুরের নিবাসী হিলারিশ মোংলা গমেজ দীর্ঘদিন ঢাকার নদ্দায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। তিনি ছিলেন ঢাকাস্থ মথুরাপুর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর উপদেষ্টা, উত্তরবঙ্গ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রাক্তন উপদেষ্টা। নগয়নগর গির্জায় উন্নয়নে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ডরথি গমেজ, এক ছেলে বাবলু ডেভিড গমেজ, তিন মেয়ে অনিতা গমেজ, জসিন্তা গমেজ এবং জুলিয়েট জেনিয়া গমেজসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
১৩ সেপ্টম্বর তেজগাঁও গির্জায় দুপুর ১১টায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার এলিয়াস পালমা সিএসসি, সাথে ছিলেন ফাদার কল্লোল এল রোজারিও। তেজগাঁও গির্জার কবরে হিলারিশ মোংলা গমেজের মর দেহ কবরস্থ করা হয়।
অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর প্রত্যেশ রাংসা, ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেষ্টার গমেজ, চিফ অফিসার জোনাস গমেজ, চিফ অফিসার খোকন মার্ক কস্তা, চিফ অফিসার স্বপন রোজারিও, সিনিয়র ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তা, ম্যানেজার সোহেল রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নারাণগঞ্জ শাখার সেক্রেটারি সৌরভ দেউরী, গুলশান ওয়াইএমসি’র সেক্রেটারি শিপন রোজারিওসহ আরও অনেকে।
হিলারিশ মোংলা গমেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা হিলারিশ মোংলা গমেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের সদস্যদের প্রতি জানাই সমবেদনা।’
হিলারিশ মোংলা গমেজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ও তাঁর আত্মার মঙ্গল কামনা করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও।
হিলারিশ মোংলা গমেজের কবরে আরও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকাস্থ মথুরাপুর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা ওয়াইএমসিএ’সহ স্বজন ও শুভানুধ্যায়ীরা।