শিরোনাম :
হাসনাবাদে ঢাকা ক্রেডিট পেল ২৯ জন নতুন সদস্য
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটে যুক্ত হলেন নতুন ২৯ জন সদস্য।
১৮ সেপ্টেম্বর হাসনাবাদ সেবাকেন্দ্রে একটি প্রি-মেম্বারশীপ ক্লাশের মাধ্যমে নতুন সদস্যদের হাতে শেয়ার বই তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর পাপিয়া প্যাট্রিসিয়া আরেং, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজারি কমিটির সদস্য ষ্টেলা হাজরা, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ম্যানেজার ও ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক নিপুন সাংমা এবং হাসনাবাদ সেবাকেন্দ্রের ইনচার্জ জেমস আনজুস।
অতিথিবৃন্দ নতুন সদস্যদের ঢাকা ক্রেডিটের প্রডাক্ট, বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে ধারণা দেন এবং ঋণ সম্পর্কে পরামর্শ প্রদান করেন।