ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শুরু হয়েছে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কার্যক্রম

শুরু হয়েছে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কার্যক্রম

0
526

ডিসিনিউজ ।। ঢাকা

করোনার প্রকোপ শেষে আবারো শুরু হয়েছে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কার্যক্রম।

চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া ম্যাগডেলিন রড্রিক্স ডিসিনিউজকে জানান, ‘কারোনা মহামারির কারণে দীর্ঘদিন ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিশুদের কার্যক্রম বন্ধ ছিল। সরকারের ঘোষণানুসারে করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমরাও চাইল্ড কেয়ারের কার্যক্রম ধীরে ধীরে শুরু করছি। ইতিমধ্যে শিশুদের অভিভাবকগণ আমাদের সাথে যোগাযোগ করে তাদের সন্তানদের এখানে পাঠানোর জন্য আগ্রহ প্রকাশ করছেন। কারণ, তারা এই সেন্টারের সেবায় সন্তুষ্ট এবং শিক্ষাকার্যক্রম ও শিশু যত্ন দেখে তারা উৎসাহীতবোধ করছেন। নতুন শিশুদের প্রেরণের জন্যও অভিভাবকগণ যোগাযোগ করে ফরম সংগ্রহ করেছেন।’

‘মূলত পারিবারিক আবহে এবং মাতৃযতেœ শিশুদের গঠন দিয়ে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এখানে শিশুরা তার বাড়ির পরিবেশের মতোই বেড়ে ওঠে। তারা খেলাধুলার পাশাপাশি ক্যাম্ব্রিজ পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। বাবা-মায়েরাও তাদের সন্তানদের উন্নতি দেখে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। শিশুরা এখানে এসে অনেকের সাথে মিশতে পারছে, ফলে তারা যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারছে’ বলেন প্রিন্সিপাল ডালিয়া ম্যাগডেলিন রড্রিক্স ।

চাইল্ড কেয়ার সেন্টার ঘুরে দেখা যায় শিশুরা মনের আনন্দে নিজেদের কার্যক্রমগুলো করছে। সেই সাথে শিক্ষকদের দিকনির্দেশনা ও যত্নে পারিবারিক পরিবেশে শিক্ষাও গ্রহণ করছে।

চলতি মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় সেন্টারটির সেবা প্রদান ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এখানে শিশুদের স্বাস্থ্য নিরাপত্তায় অভিভাবক মহলে প্রশংসা পেয়েছে বলে অনেকেই জানিয়েছেন।

মূলত ১৮ মাস থেকে ৬ বছর বয়সী শিশুরা এই সেন্টারে ভর্তি হতে পারে। আন্তর্জাতিক মানের সেন্টারটিতে শিশুদের পারিবারিক আবহমন্ডলে পড়াশোনা, খেলাধুলা, খাবার খাওয়ানোসহ যাবতীয় সেবা দেওয়া হয়। ঢাকার প্রাণকেন্দ্র মনিপুরীপাড়ায় হওয়াতে সহজেই অভিভাবকগণ তাদের সন্তানদের এখানে রেখে যেতে পারেন। শিক্ষকমন্ডলীও আন্তর্জাতিকমানের ট্রেনিং গ্রহণ করেছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক চাইল্ড কেয়ার সেন্টার থেকে।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে এই সেন্টারের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে এখান থেকে অনেক শিশু বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছে। শিশুদের আগামীর প্রজন্মের একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়েই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।