ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক স্যাটেলাইট উৎক্ষেপণে রেকর্ড করলো ভারত

স্যাটেলাইট উৎক্ষেপণে রেকর্ড করলো ভারত

0
256

_94650889_7410a85b-476d-4417-9502-292525515027একদিনে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। এর আগে কোন দেশ একসাথে এতো বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারেনি। ২০১৪ সালে রাশিয়া ৩৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।

ভারতের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এ স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। পর্যবেক্ষকরা বলছেন, মহাকাশের ক্ষেত্রে ভারত যে একটি শক্তিশালী দেশ হয়ে উঠছে এটি তার উদাহরণ।

ভারত যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে সেগুলো মহাকাশ থেকে ভালো ছবি পাঠাতে পারবে। ধারণা করা হচ্ছে, ভারতের প্রতিদ্বন্দ্বী চীন এবং পাকিস্তানের উপর নজরদারী করতেও সক্ষম হবে এ স্যাটেলাইটগুলো।

বিবিসি’র সংবাদদাতারা বলছেন, সফলভাবে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য একটি বিরাট সাফল্য। মহাকাশ নিয়ে ভারতের যে উচ্চাভিলাষী পরিকল্পনা এটি তার ইঙ্গিত বহন করে।

মহাকাশে স্যাটেলাইট ব্যবসায় ভারত বেশ দ্রুত গতিতে এগিয়ে আসছে। প্রতিযোগী বিভিন্ন দেশের তুলনায় ভারত কম খরচে স্যাটেলাইট ভাড়া দিচ্ছে। চলতি বছর ভারত মহাকাশ গবেষণার জন্য তাদের আর্থিক বরাদ্দ বাড়িয়েছে। এছাড়া শুক্রগ্রহে মিশন পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত।

আরবি/ এসএন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭