শিরোনাম :
নিউজ প্রেজেন্টেশন ও অ্যাঙ্করিং এর ওপর বিশেষ কর্মশালা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের মিডিয়া ও ম্যাস কমিনিউকেশন বিভাগের উদ্যোগে নিউজ প্রেজেন্টেশন ও অ্যাঙ্করিং এর ওপর ছয়দিন ব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টুডিওতে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রো-ভিসি চার্লস সি. ভিলানিউভা, সমাজবিজ্ঞান অনুষদের ডীন ড. তাজুল ইসলাম, মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগের অ্যাডভাইজার প্রফেসর শফিউল আলম ভূঁইয়া ও একুশে টেলিভিশনের সিও মনজুরুল আহসান বুলবুল। এ কর্মশালায় অংশগ্রহণ করেন এআইইউবির বিভিন্ন বিভাগের ৪৫ জন শিক্ষার্থী। কর্মশালার বিভিন্ন সেশনে অতিথি প্রশিক্ষক ছিলেন একাত্তর টেলিভিশনের কাওসার মাহমুদ ও মিথিলা ফারজানা, চ্যানেল আই এর মাশরুজ্জামান রনি, দেশটিভির জাভেদ কারদার, ডিবিসির শামসুল কাদির দোজাসহ স্বনামখ্যাত গণমাধ্যমকর্মীরা।
আয়োজনটির সমন্বয়ক ছিলেন সিনিয়র বার্তা প্রযোজক এইচ এম দুলাল। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রফেশনাল অটোকিউসহ মিডিয়া স্টুডিওর অত্যাধুনিক সরঞ্জামাদি ব্যবহার করে হাতেকলমে প্রশিক্ষণ গ্রহন করেন।
আরবি/আরপি/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭