ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাটি খুঁড়ে আবিস্কার হলো মুক্তিযুদ্ধকালের গুলি-ম্যাগজিন-গ্রেনেড

মাটি খুঁড়ে আবিস্কার হলো মুক্তিযুদ্ধকালের গুলি-ম্যাগজিন-গ্রেনেড

0
211

বগুড়ার সদর উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধকালের গ্রেনেড, গুলি, এসএমজি-এলএমজির ম্যাগজিন পাওয়া গেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খানের বাড়ির পাশে সেপটিক ট্যাংক খুড়তে গিয়ে মাটির তলায় পাতিল দেখতে পান শ্রমিকরা।

পাতিল ভেঙে গুলি, ম্যাগজিন ও গ্রেনেড দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ পাতিলের ভেতর থাকা ৬টি গ্রেনেড, ২৪ রাউন্ড গুলি, এসএমজির ৩টি ও এলএমজির ১০টি ম্যাগজিন উদ্ধার করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি নির্মাণ করছেন। তার বাড়ির পাশে সেপটিক ট্যাংক নির্মাণ কাজের সময় গুলি, ম্যাগজিন ও গ্রেনেড পাওয়া গেছে এসব মুক্তিযুদ্ধকালের বলে ধারণা করা হচ্ছে।

 

আরবি/ আরপি/ এসএন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭