ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নেপাল প্রতিনিধিদলের ঢাকা ক্রেডিট পরিদর্শন

নেপাল প্রতিনিধিদলের ঢাকা ক্রেডিট পরিদর্শন

0
272

হিমালয় কন্যা ও প্রতিবেশি রাষ্ট্র নেপাল ফেডারেশন অব সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়নস (নেফসকুন)-এর একটি প্রতিনিধিদল গতকাল ঢাকা ক্রেডিট পরিদর্শন করেন।

১৮ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যা ৬টায় প্রধান কার্যালয়ে এসে পৌঁছলে প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ও মানবসম্পদ বিভাগের প্রধান সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

002নেফসকুন-এর সিইও শিবাজি শাপকোটা নেপালের ১৫ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তারা ঢাকা ক্রেডিটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। এসময় এসিইও লিটন টমাস রোজারিও, চীফ অফিসার সুদান গাইন ও এইচআর প্রধান সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন প্রতিনিধিদলের সাথে ছিলেন। এরপর বোর্ডরুমে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় পংকজ গিলবার্ট কস্তা ঢাকা ক্রেডিটের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে তাদের ব্রিফ করেন।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা তুলে ধরেন। প্রতিনিধিদল ঢাকা ক্রেডিটের কার্যক্রমে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

মতবিনিময় সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য কর্মকর্তা ছাড়াও প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিদল ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

033প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা  তুলে ধরেন

“ACCESS 2nd Batch SACCOS Bangladesh Visit” কর্মসূচীর আওতায় গত ১৭ ফেব্রুয়ারি নেপালের এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। বাংলাদেশ সফরকালে তাঁরা ঢাকার অদূরে বিভিন্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম পরিদর্শন ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

পাঁচদিনের সফর শেষে আগামী ২১ ফেব্রুয়ারি নেপাল প্রতিনিধি দলের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

এসএস/আরবি/১৯ ফেব্রুয়ারি, ২০১৭