ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা খেলাধুলা বিশ্ব ক্রিকেট থেকে আফ্রিদির অবসর

বিশ্ব ক্রিকেট থেকে আফ্রিদির অবসর

0
461

বুম বুম আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

৩৬ বয়সী এই অল-রাউন্ডার একসময় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। মাঠ মাতানো এই ক্রিকেটার এর আগে ২০১৫ সালে টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর নেন।

কিন্তু টি-টোয়েন্টি ম্যাচ তিনি নিয়মিতই খেলতেন । ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত দলের অধিনায়কও ছিলেন। আফ্রিদি তিনি এ পর্যন্ত ২৭ টি টেস্ট, ৩৯৮ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৯৮ টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে তিনি ঘরোয়া টি-টোয়েন্টি খেলবেন। আফ্রিদি বলেছেন “আমি  ভক্তদের জন্য আরো দুই বছর ঘরোয়া ক্রিকেট খেলে যাবে।”

তবে ক্রিকেট বিশ্ব ও ক্রিকেটপ্রেমী দর্শক নি:সন্দেহে আফ্রিদিকে মিস করবে। নিজস্ব স্টাইল ও ঢং-এর জন্য ভক্তদের কাছে দারুণ জনপ্রিয় এই তারকা ক্রিকেটার।

এসএস/আরপি/আরবি/২০ ফেব্রুয়ারি, ২০১৭