ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আনন্দ উৎসবে জাতীয় যুব দিবসর- ২০১৭

আনন্দ উৎসবে জাতীয় যুব দিবসর- ২০১৭

0
392

উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস- ২০১৭।

বাংলাদেশ বিশপ সম্মিলনীর যুব কমিশন কর্তৃক জাতীয় যুব দিবসের আয়োজন করা হয়।

জাতীয় যুব উৎসবে যুব কমিশনের পক্ষ থেকে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’কে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এপিসকপাল যুব কমিশনের চেয়ারম্যান বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি বলেন, ‘পোপ ফ্রান্সিস যেমন আমাদের ভালোবাসেন ঠিক তেমনি মহামান্য কার্ডিনাল মহোদয়ও আমাদের ভালোবাসেন, তার চিহ্ন হচ্ছে বিসিএসএম’র ২৫ বছর রজত জয়ন্তীতে ও ৩২তম জাতীয় যুব দিবসে তাঁর উপস্থিতি।

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও জাতীয় যুব দিবসের সফল ও স্বার্থকতা কামনা করেন।

02সাবেক জাতীয় যুব সমন্বয়কারী ও কার্ডিনালের একান্ত সচিব ফাদার প্যাট্রিক শিমন গমেজ, কার্ডিনালের দায়িত্ব-কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সহভাগিতা করেন।

“এশিয়ার কাথলিক পরিবারঃ দরিদ্রদের গৃহমন্ডলী দয়ার কাজে প্রেরিত” এ বিষয়ের উপর সহভাগিতা করেন কার্ডিনাল প্যাট্রিক। তিনি সহভাগিতায় পরিবারের বিভিন্ন চ্যালেঞ্জ ব্যাখ্যা করেন। তিনি বলেন, মন্ডলী স্বপ্ন দেখে যুবাদের ভবিষ্যৎ নিয়ে।

“পরিবারের ভালোবাসাঃ মন্ডলীর আনন্দ” বিষয়ের সহভাগিতা করেন বিশপ জের্ভাস। তিনি সহভাগিতায় পরিবারে ভালোবাসার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভালোবাসাহীন জীবন বিস্বাদে ভরা। ভালোবাসলে জীবনে অনেক ত্যাগস্বীকার করতে হবে।

এছাড়াও রাজশাহী ধর্মপ্রদেশের যুবাদের অংশগ্রহণে যুব দিবসে জীবন্ত ক্রুশের পথ অনুষ্ঠিত হয়।

আরবি/আরপি/ ২০ ফেব্রুয়ারি, ২০১৭