ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক অস্কার মঞ্চ আলোকিত করলো ‘মুনলাইট’

অস্কার মঞ্চ আলোকিত করলো ‘মুনলাইট’

0
227

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে শেষ হাসি হাসলো ‘মুনলাইট’ মুভি। ২০১৬ সালের সেরা ছবির অস্কার জিতে নিল ছবিটি।

৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড-এর আলো ঝলমলে মঞ্চে  ‘অ্যারাইভাল’, ‘ফেন্সেস’, ‘হ্যাকসো রিজ’, ‘হেল অর হাই ওয়াটার’, ‘হিডেন ফিগার্স’, ‘লায়ন’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ও ‘লা লা ল্যান্ড’-কে পেছনে ফেলে ‘মুনলাইট’ অস্কার জিতে নেয়।

ছবির প্রযোজক সব কলাকুশলীদের নিয়ে মঞ্চে উঠে অস্কার গ্রহণ করেন। আর এর মধ্য দিয়েই এবারের মতো পর্দা নামে অস্কার আসরের।

এসএস/আরবি/২৭ ফেব্রুয়ারি, ২০১৭